মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৫৬১
১. দ্বিতীয় অনুচ্ছেদ - রোগী দেখা ও রোগের সাওয়াব
১৫৬১। হযরত জাবের ইবনে আতীক (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহর রাস্তায় যুদ্ধ করিয়া শহীদ হইয়াছে, এইরূপ ব্যক্তি ব্যতীতও সাত জন শহীদ রহিয়াছে—(১) মহামারীতে মৃত ব্যক্তি শহীদ, (২) ডুবিয়া মারা গিয়াছে এইরূপ ব্যক্তি শহীদ, (৩) ‘যাতুল জানব' রোগে যে মরিয়াছে সে শহীদ, (৪) যে পেটের রোগে মরিয়াছে সে শহীদ এবং (৫) যে পুড়িয়া মরিয়াছে সে শহীদ, (৬) যে কিছু চাপা পড়িয়া মরিয়াছে সে শহীদ এবং (৭) প্রসব কষ্টে যে স্ত্রীলোক মারা গিয়াছে সে শহীদ। — মালেক, আবু দাউদ ও নাসায়ী
وَعَنْ جَابِرِ بْنِ عَتِيكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الشَّهَادَةُ سَبْعٌ سِوَى الْقَتْلِ فِي سَبِيلِ اللَّهِ: الْمَطْعُونُ شَهِيدٌ وَالْغَرِيقُ شَهِيدٌ وَصَاحِبُ ذَاتِ الْجَنْبِ شَهِيدٌ وَالْمَبْطُونُ شَهِيدٌ وَصَاحِبُ الْحَرِيقِ شَهِيدٌ وَالَّذِي يَمُوتُ تَحْتَ الْهَدْمِ شَهِيدٌ وَالْمَرْأَةُ تَمُوتُ بِجُمْعٍ شَهِيدٌ . رَوَاهُ مَالك وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ
হাদীসের ব্যাখ্যা:
পূর্বে যে হাদীসে 'পাঁচ ব্যক্তি শহীদ' বলা হইয়াছে, সেখানে শহীদের সংখ্যা সীমাবদ্ধ করা হুযুরের উদ্দেশ্য ছিল না। 'যাতুল জানব' – রোগ বিশেষ, যাহাতে পাজরের নীচে হৃদয়ের নিকটে দানা উঠে এবং রোগীর শ্বাস-কষ্ট হয় ।
