মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৫৬০
১. দ্বিতীয় অনুচ্ছেদ - রোগী দেখা ও রোগের সাওয়াব
১৫৬০। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কোন মুসলমানকে যখন শারীরিক বিপদে ফেলা হয়, তখন ফেরেস্তাকে বলা হয়, তাহার জন্য লিখিতে থাক, সে যে নেককাজ বরাবর করিত। অতঃপর যদি আল্লাহ্ তাহাকে আরোগ্য দান করেন, তাহাকে (গোনাহর কলুষ হইতে) ধুইয়া পাক করিয়া লন, আর যদি তাহাকে উঠাইয়া লন, তাহাকে মাফ করিয়া দেন এবং তাহার প্রতি রহম করেন। — উক্ত হাদীস দুইটি শরহে সুন্নাহ্ রেওয়ায়ত করিয়াছেন।
وَعَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِذَا ابْتُلِيَ الْمُسْلِمُ بِبَلَاءٍ فِي جَسَدِهِ قِيلَ لِلْمَلَكِ: اكْتُبْ لَهُ صَالِحَ عَمَلِهِ الَّذِي كَانَ يَعْمَلُ فَإِنْ شَفَاهُ غَسَّلَهُ وَطَهَّرَهُ وَإِنْ قَبَضَهُ غَفَرَ لَهُ وَرَحِمَهُ . رَوَاهُمَا فِي شرح السّنة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৫৬০ | মুসলিম বাংলা