মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৫৫৯
১. দ্বিতীয় অনুচ্ছেদ - রোগী দেখা ও রোগের সাওয়াব
১৫৫৯। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ বন্দা যখন এবাদতের কোন ভাল নিয়ম পালন করিতে থাকে, অতঃপর রোগাক্রান্ত হইয়া পড়ে (এবং উহা বন্ধ হইয়া যায়), তখন তাহার প্রতি নিযুক্ত ফিরিশতাকে বলা হয়, সে মুক্ত অবস্থায় যাহা করিত তাহার অনুরূপ তাহার জন্য বরাবর লিখিতে থাক, যাবৎ না তাহাকে মুক্ত করিয়া দেই অথবা আমার দিকে তাহাকে ডাকিয়া লই।
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: إِن الْعَبْدَ إِذَا كَانَ عَلَى طَرِيقَةٍ حَسَنَةٍ مِنَ الْعِبَادَةِ ثُمَّ مَرِضَ قِيلَ لِلْمَلَكِ الْمُوَكَّلِ بِهِ: اكْتُبْ لَهُ مِثْلَ عَمَلِهِ إِذَا كَانَ طَلِيقًا حَتَّى أطلقهُ أَو أكفته إِلَيّ
