মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৫৫৮
১. দ্বিতীয় অনুচ্ছেদ - রোগী দেখা ও রোগের সাওয়াব
১৫৫৮। হযরত আবু মুসা আশআরী (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ বন্দার প্রতি যে দুঃখ পৌঁছিয়া থাকে চাই উহা বড় হউক চাই ছোট, তাহা নিশ্চয় অপরাধের কারণে এবং যাহা আল্লাহ্ ক্ষমা করিয়া দেন তাহা ইহা অপেক্ষা অধিক। ইহার সমর্থনে হুযূর এই আয়াত পাঠ করিলেন— “তোমাদের প্রতি যে বিপদ পৌঁছে তাহা তোমাদের কৃতকর্মের দরুন, আর আল্লাহ্ ক্ষমা করিয়া দেন অনেক।” – তিরমিযী
وَعَنْ أَبِي مُوسَى أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لَا يُصِيبُ عَبْدًا نَكْبَةٌ فَمَا فَوْقَهَا أَوْ دُونَهَا إِلَّا بِذَنَبٍ وَمَا يَعْفُو اللَّهُ عَنْهُ أَكْثَرُ وَقَرَأَ: (وَمَا أَصَابَكُمْ مِنْ مُصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُو عَن كثير)

رَوَاهُ التِّرْمِذِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৫৫৮ | মুসলিম বাংলা