মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৫৫৭
১. দ্বিতীয় অনুচ্ছেদ - রোগী দেখা ও রোগের সাওয়াব
১৫৫৭। তাবেয়ী আলী ইবনে যায়দ, তাবেয়ী উমাইয়া হইতে বর্ণনা করেন যে, উমাইয়া হযরত আয়েশাকে জিজ্ঞাসা করিলেন এই আয়াত সম্পর্কে – “যদি তোমরা প্রকাশ কর যাহা তোমাদের অন্তরে আছে (অন্যায় বিষয়) অথবা গোপন রাখ উহাকে, আল্লাহ্ সে সম্পর্কে তোমাদের হিসাব লইবেন।” এবং এই আয়াত সম্পর্কে—“যে অন্যায় কাজ করিবে সে উহার সাজা ভোগ করিবে।” তখন আয়েশা (রাঃ) বলিলেন, আমি এ ব্যাপারে রাসূলুল্লাহ্ (ﷺ)-কে জিজ্ঞাসা করার পর এ যাবৎ কেহ আমাকে ইহা জিজ্ঞাসা করে নাই। হুযূর বলিয়াছেনঃ এই দুই আয়াতে যে সাজার কথা বলা হইয়াছে, তাহা হইতেছে (দুনিয়াতে) বন্দার প্রতি যে জ্বর ও দুঃখ প্রভৃতি পৌঁছে, তাহা দ্বারা আল্লাহ্ যে সাজা দেন তাহা—এমন কি বন্দা তাহার জামার জেবে যে মাল রাখে, অতঃপর উহা হারাইয়া ফেলে এবং তজ্জন্য অস্থির হইয়া যায় (ইহাও তাহার সাজার অন্তর্গত।) — অবশেষে বন্দা তাহার গোনাহসমূহ হইতে (সাফ হইয়া) বাহির হয়, যেভাবে স্বর্ণ হাপরের আগুনে সাফ হইয়া বাহির হয়। – তিরমিযী
عَن عَلِيِّ بْنِ زَيْدٍ عَنْ أُمَيَّةَ أَنَّهَا سَأَلَتْ عَائِشَة عَن قَول الله تبَارك وَتَعَالَى: (إِن تُبْدُوا مَا فِي أَنْفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُمْ بِهِ الله)

وَعَنْ قَوْلِهِ: (مَنْ يَعْمَلْ سُوءًا يُجْزَ بِهِ)

فَقَالَتْ: مَا سَأَلَنِي عَنْهَا أَحَدٌ مُنْذُ سَأَلَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «هَذِه معاتبة الله العَبْد فِيمَا يُصِيبُهُ مِنَ الْحُمَّى وَالنَّكْبَةِ حَتَّى الْبِضَاعَةِ يَضَعُهَا فِي يَدِ قَمِيصِهِ فَيَفْقِدُهَا فَيَفْزَعُ لَهَا حَتَّى إِنَّ الْعَبْدَ لَيَخْرُجُ مِنْ ذُنُوبِهِ كَمَا يَخْرُجُ التبر الْأَحْمَر من الْكِير» . رَوَاهُ التِّرْمِذِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৫৫৭ | মুসলিম বাংলা