মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৫৬২
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
১. দ্বিতীয় অনুচ্ছেদ - রোগী দেখা ও রোগের সাওয়াব
১৫৬২। হযরত সা'দ ইবনে আবু ওয়াক্কাস (রাঃ) বলেন, একবার রাসূলুল্লাহ্ (ﷺ)-কে জিজ্ঞাসা করা হইল, হুযূর বিপদ দ্বারা সর্বাপেক্ষা অধিক পরীক্ষা করা হয় কাহাদের? হুযুর বলিলেনঃ নবীদের, অতঃপর তাহাদের তুলনায় যাহারা উত্তম তাহাদের। মানুষ তাহার দ্বীনদারীর অনুপাতে বিপদগ্রস্ত হয়। যদি সে তাহার দ্বীনের ব্যাপারে শক্ত হয়, তাহার বিপদও শক্ত হয়। যদি তাহার দ্বীনের ব্যাপারে শিথিলতা থাকে, তাহার বিপদও সহজ হয়। তাহার এইরূপ বিপদ হইতে থাকে, শেষ পর্যন্ত সে পৃথিবীতে চলাফেরা করে, অথচ তাহার কোন গোনাহ্ থাকে না। -তিরমিযী, ইবনে মাজাহু ও দারেমী। তিরমিযী বলেন, হাদীসটি হাসান ও সহীহ্।
كتاب الجنائز
وَعَنْ سَعْدٍ قَالَ: سُئِلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ النَّاسِ أَشَدُّ بَلَاءً؟ قَالَ: «الْأَنْبِيَاء ثمَّ الْمثل فَالْأَمْثَلُ يُبْتَلَى الرَّجُلُ عَلَى حَسَبِ دِينِهِ فَإِنْ كَانَ صلبا فِي دينه اشْتَدَّ بَلَاؤُهُ وَإِنْ كَانَ فِي دِينِهِ رِقَّةٌ هُوِّنَ عَلَيْهِ فَمَا زَالَ كَذَلِكَ حَتَّى يَمْشِيَ على الأَرْض مَال ذَنْبٌ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِيُّ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ حسن صَحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান