মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৫৪০
১. প্রথম অনুচ্ছেদ - রোগী দেখা ও রোগের সাওয়াব
১৫৪০। হযরত আয়েশা (রাঃ) বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুক ও চিবুকের মধ্যস্থলে (মাথা রাখিয়া) ইন্তেকাল করিয়াছেন। অতএব, নবী করীম হাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের পর কাহারও মৃত্যু-কষ্টকে আর আমি খারাপ মনে করি না।
بَابُ عِيَادَةِ الْمَرِيْضِ وَثَوَابِ الْمَرَضِ
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: مَاتَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ حَاقِنَتِي وَذَاقِنَتِي فَلَا أَكْرَهُ شِدَّةَ الْمَوْتِ لِأَحَدٍ أَبَدًا بَعْدَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. رَوَاهُ الْبُخَارِيُّ

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, আমি তাঁহার মৃত্যু-কষ্ট দেখিয়াছি। মৃত্যু-কষ্ট খারাপ হইলে উহা তাঁহার কখনও হইত না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৫৪০ | মুসলিম বাংলা