মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৫৪১
১. প্রথম অনুচ্ছেদ - রোগী দেখা ও রোগের সাওয়াব
১৫৪১। হযরত কা'ব ইবনে মালেক (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন মু'মিনের উদাহরণ সেই কোমল তৃণের ন্যায়, যাহাকে বাতাস এদিক সেদিক ঘুরাইয়া থাকে, একবার উহাকে নীচে ফেলিয়া দেয় এবং একবার সোজা করে, যাবৎ না তাহার মৃত্যু আসে। আর মুনাফিকের উদাহরণ সেই শক্তভাবে পাড়ান পিপল গাছের মত, যাহার প্রতি কোন বিপদ পৌঁছে না যাবৎ না উহা একবারে ভূমিতে কাত হইয়া পড়ে। মোত্তাঃ
بَابُ عِيَادَةِ الْمَرِيْضِ وَثَوَابِ الْمَرَضِ
وَعَنْ كَعْبِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَثَلُ الْمُؤْمِنِ كَمَثَلِ الْخَامَةِ مِنَ الزَّرْعِ تُفَيِّئُهَا الرِّيَاح تصرعها مرّة وتعدلها أُخْرَى حَتَّى يَأْتِيهِ أَجَلُهُ وَمَثَلُ الْمُنَافِقِ كَمَثَلِ الْأَرْزَةِ الْمُجْذِيَةِ الَّتِي لَا يُصِيبُهَا شَيْءٌ حَتَّى يَكُونَ انْجِعَافُهَا مَرَّةً وَاحِدَة»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৫৪১ | মুসলিম বাংলা