মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৫৩৯
১. প্রথম অনুচ্ছেদ - রোগী দেখা ও রোগের সাওয়াব
১৫৩৯। হযরত আয়েশা (রাঃ) বলেন, আমি কাহাকেও দেখি নাই যাহার রোগ-যন্ত্রণা অধিক হইয়াছিল রাসূলুল্লাহ ছানাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা। মোত্তাঃ
بَابُ عِيَادَةِ الْمَرِيْضِ وَثَوَابِ الْمَرَضِ
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: مَا رَأَيْتُ أَحَدًا الْوَجَعُ عَلَيْهِ أَشَدُّ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

হাদীসের ব্যাখ্যা:

তাঁহার মর্যাদা বৃদ্ধি করার নিমিত্তই তাঁহাকে দুঃখ-কষ্ট অধিক দেওয়া হইয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৫৩৯ | মুসলিম বাংলা