মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৫২১
৫৩. দ্বিতীয় অনুচ্ছেদ - ঝড় তুফানের সময়
১৫২১। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) যখন মেঘের গর্জন ও বজ্রপাতের শব্দ শুনিতেন, বলিতেনঃ “আল্লাহ্! আমাদিগকে তোমার রোষের দ্বারা হত্যা করিও না এবং তোমার আযাবের দ্বারা আমাদের ধ্বংস করিও না ; বরং ইহার পূর্বেই আমাদের শান্তি দান কর।” — আমদ ও তিরমিযী। তিরমিযী বলেন, ইহা গরীব।
وَعَنِ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَانَ إِذَا سَمِعَ صَوْتَ الرَّعْدِ وَالصَّوَاعِقَ قَالَ: «اللَّهُمَّ لَا تَقْتُلْنَا بِغَضَبِكَ وَلَا تُهْلِكْنَا بِعَذَابِكَ وَعَافِنَا قَبْلَ ذَلِكَ» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৫২১ | মুসলিম বাংলা