মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৫২২
৫৩. তৃতীয় অনুচ্ছেদ - ঝড় তুফানের সময়
১৫২২। হযরত আব্দুল্লাহ্ ইবনে যুবায়র (রাঃ) হইতে বর্ণিত আছে, তিনি যখন মেঘের গর্জন শুনিতেন, কথাবার্তা ত্যাগ করিতেন এবং (কোরআনের এই আয়াত) পড়িতেন— “আমি পবিত্রতা বর্ণনা করিতেছি সেই সত্তার যাঁহার পবিত্রতা বর্ণনা করে মেঘের গর্জন তাঁহার প্রশংসার সহিত এবং ফেরেস্তাগণ (বর্ণনা করেন) তাঁহার ভয়ে।” —মালেক
عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ أَنَّهُ كَانَ إِذَا سَمِعَ الرَّعْدَ تَرَكَ الْحَدِيثَ وَقَالَ: سُبْحَانَ الَّذِي يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلَائِكَةُ من خيفته. رَوَاهُ مَالك
