মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৫২০
৫৩. দ্বিতীয় অনুচ্ছেদ - ঝড় তুফানের সময়
১৫২০। হযরত আয়েশা (রাঃ) বলেন, নবী করীম (ﷺ) যখন আকাশে মেঘ দেখিতেন, কাজকর্ম ত্যাগ করিয়া উহার দিকেই নিবিষ্ট হইয়া যাইতেন এবং বলিতেনঃ “হে খোদা! আমি তোমার নিকট আশ্রয় চাহিতেছি ইহাতে যাহা মন্দ রহিয়াছে তাহা হইতে।” ইহাতে যদি আল্লাহ্ মেঘ পরিষ্কার করিয়া দিতেন তিনি আল্লাহর শোকর করিতেন ; আর যদি বৃষ্টি বর্ষণ আরম্ভ হইত, বলিতেন, “হে খোদা! উপকারী পানি দান কর।” —আবু দাউদ, নাসায়ী, ইবনে মাজাহ্ ও শাফেয়ী
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَبْصَرْنَا شَيْئًا مِنَ السَّمَاءِ تَعْنِي السَّحَابَ تَرَكَ عَمَلَهُ وَاسْتَقْبَلَهُ وَقَالَ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا فِيهِ» فَإِنْ كَشَفَهُ حَمِدَ الله وَإِن مطرَت قَالَ: «اللَّهُمَّ سَقْيًا نَافِعًا» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَه وَالشَّافِعِيّ وَاللَّفْظ لَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৫২০ | মুসলিম বাংলা