মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৫১১
৫৩. প্রথম অনুচ্ছেদ - ঝড় তুফানের সময়
১৫১১। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: আমি পূরবী হাওয়া দ্বারা সাহায্যপ্রাপ্ত হইয়াছি এবং আদ জাতি পশ্চিমা হাওয়া দ্বারা ধ্বংস হইয়াছে। — মোত্তাঃ
بَابٌ فِي الرِّيَاحِ
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نُصِرْتُ بِالصَّبَا وَأُهْلِكَتْ عَاد بالدبور»

হাদীসের ব্যাখ্যা:

খন্দক বা পরিখার যুদ্ধ দীর্ঘ দিন স্থায়ী হওয়ায় মুসলমানদের মধ্যে নিরাশার ভাব আসিয়া গিয়াছিল। হঠাৎ এক রাত্রিতে প্রবল পূরবী হাওয়া প্রবাহিত হইল। শত্রুদের তাঁবু ছিন্ন-ভিন্ন হইয়া গেল এবং ঠাণ্ডার প্রকোপে তাহারা পালাইতে বাধ্য হইল ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৫১১ | মুসলিম বাংলা