মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৫১০
৫২. তৃতীয় অনুচ্ছেদ - বৃষ্টির জন্য সালাত
১৫১০। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, নবীগণের মধ্যে এক নবী লোকদের লইয়া বৃষ্টি প্রার্থনায় বাহির হইলেন। দেখিলেন, একটি পিঁপড়া আপন (সম্মুখের) পা দুইটি আকাশের দিকে উঠাইয়া রাখিয়াছে (অর্থাৎ, বৃষ্টি প্রার্থনায় রত আছে)। ইহা দেখিয়া নবী (আঃ) বলিলেন, তোমরা ফিরিয়া যাও। এই পিঁপড়াটির কারণে তোমাদের প্রার্থনায় সাড়া দেওয়া হইয়াছে। —দারা কুতনী
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: خَرَجَ نَبِيٌّ مِنَ الْأَنْبِيَاءِ بِالنَّاسِ يَسْتَسْقِي فَإِذا هُوَ بنملة رَافِعَة بعض قوائهما إِلَى السَّمَاءِ فَقَالَ: ارْجِعُوا فَقَدِ اسْتُجِيبَ لَكُمْ من أجل هَذِه النملة . رَوَاهُ الدَّارَقُطْنِيّ
হাদীসের ব্যাখ্যা:
ইহাতে বুঝা গেল যে, অনেক সময় ইতর প্রাণীদের দো'আতেও মানুষ বাঁচিয়া যায়।
