মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৫০২
- নামাযের অধ্যায়
৫২. দ্বিতীয় অনুচ্ছেদ - বৃষ্টির জন্য সালাত
১৫০২। হযরত আব্দুল্লাহ্ ইবনে যায়দ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) একবার ইস্তেস্কার উদ্দেশ্যে ঈদগাহের দিকে বাহির হইলেন এবং আপন চাদর ঘুরাইয়া দিলেন যখন তিনি কেবলামুখী হইলেন। তিনি চাদরের ডান দিককে বাম কাঁধের উপরে এবং উহার বাম দিককে ডান কাঁধের উপরে রাখিলেন, অতঃপর আল্লাহর নিকট দো'আ করিলেন। – আবু দাউদ
كتاب الصلاة
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ قَالَ: خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْمُصَلَّى فَاسْتَسْقَى وَحَوَّلَ رِدَاءَهُ حِينَ اسْتَقْبَلَ الْقِبْلَةَ فَجَعَلَ عِطَافَهُ الْأَيْمَنَ عَلَى عَاتِقِهِ الْأَيْسَرِ وَجَعَلَ عِطَافَهُ الْأَيْسَرَ عَلَى عَاتِقِهِ الْأَيْمَنِ ثُمَّ دَعَا الله. رَوَاهُ أَبُو دَاوُد