মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৫০৩
৫২. দ্বিতীয় অনুচ্ছেদ - বৃষ্টির জন্য সালাত
১৫০৩। হযরত আব্দুল্লাহ্ (রাঃ) বলেন, একবার রাসূলুল্লাহ্ (ﷺ) বৃষ্টি প্রার্থনা করিলেন আর তখন তাঁহার গায়ে ছিল একটি চতুষ্কোণ কাল চাদর। তিনি ইচ্ছা করিলেন উহার নীচের দিক ধরিয়া উপরে করিয়া দিতে; কিন্তু যখন উহা ভারী বোধ হইল, (শুধু) দুই কাঁধের উপর ঘুরাইয়া দিলেন। (অর্থাৎ, ডান কাঁধের দিক বাম কাঁধে এবং বাম কাঁধের দিক ডান কাঁধে দিলেন।) — আহমদ ও আবু দাউদ
وَعَن عبد الله بن زيد أَنَّهُ قَالَ: اسْتَسْقَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ خَمِيصَةٌ لَهُ سَوْدَاءُ فَأَرَادَ أَنْ يَأْخُذَ أَسْفَلَهَا فَيَجْعَلَهُ أَعْلَاهَا فَلَمَّا ثَقُلَتْ قَلَبَهَا عَلَى عَاتِقَيْهِ. رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৫০৩ | মুসলিম বাংলা