মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৫০১
- নামাযের অধ্যায়
৫২. প্রথম অনুচ্ছেদ - বৃষ্টির জন্য সালাত
১৫০১। হযরত আনাস (রাঃ) বলেন, একবার আমাদের উপর বৃষ্টি পড়িতে লাগিল, তখন আমরা রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আপন গায়ের কাপড় খুলিয়া ফেলিলেন যাহাতে বৃষ্টি তাহার গায়ে পড়িল। আমরা জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলাল্লাহ্! আপনি এইরূপ করিলেন কেন? হুযূর (ছাঃ) বলিলেনঃ উহা সদ্য উহার পরওয়ারদেগারের তরফ হইতে আসিল। -মুসলিম
كتاب الصلاة
بَابُ الْاِسْتِسْقَاءِ
وَعَن أنس قَالَ: أَصَابَنَا وَنَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَطَرٌ قَالَ: فَحَسَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَوْبَهُ حَتَّى أَصَابَهُ مِنَ الْمَطَرِ فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ لِمَ صَنَعْتَ هَذَا؟ قَالَ: «لِأَنَّهُ حَدِيثُ عَهْدٍ بربه» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, আল্লাহর আদেশে উহা এখনই দুনিয়াতে আসিল। এখনও উহা দূষিত হয় নাই।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)