মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৪৯৯
৫২. প্রথম অনুচ্ছেদ - বৃষ্টির জন্য সালাত
১৪৯৯। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আল্লাহর নিকট পানি তলব করিলেন এবং হাতলীদ্বয়ের পিঠ আসমানের দিকে রাখিলেন। —মুসলিম
بَابُ الْاِسْتِسْقَاءِ
وَعَنْ أَنَسٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَسْقَى فَأَشَارَ بِظَهْرِ كَفَّيْهِ إِلَى السَّمَاءِ. رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
হাতের পিঠের দিক উপরে রাখার দ্বারাও অবস্থার পরিবর্তন কল্পনা করিয়াছিলেন, যেন মেঘ যমীনে পানি ঢালিয়া দিতেছে।
