মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৪৯৮
৫২. প্রথম অনুচ্ছেদ - বৃষ্টির জন্য সালাত
১৪৯৮। হযরত আনাস (রাঃ) বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁহার কোন দো'আতেই (বক্ষস্থলের উপরে) হাত উঠাইতেন না ইস্তেস্কা ব্যতীত। উহাতে তিনি এত উপরে হাত উঠাইতেন যাহাতে তাঁহার বগলদ্বয়ের শুভ্রতা দেখা যাইত। —মোত্তাঃ
بَابُ الْاِسْتِسْقَاءِ
وَعَنْ أَنَسٍ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَرْفَعُ يَدَيْهِ فِي شَيْءٍ مِنْ دُعَائِهِ إِلَّا فِي الِاسْتِسْقَاءِ فَإِنَّهُ يَرْفَعُ حَتَّى يرى بَيَاض إبطَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
শরীরে পিরহান না থাকিয়া চাদর থাকিলেই বগল দেখা যাওয়ার সম্ভাবনা থাকে।
