মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪৯৭
৫২. প্রথম অনুচ্ছেদ - বৃষ্টির জন্য সালাত।

মূলে ‘ইস্তেস্কা' শব্দ রহিয়াছে। ইহার অর্থ বৃষ্টি চাওয়া, পানি তলব করা। মেঘ-সৃষ্টি ও বৃষ্টি বর্ষণ কতক প্রাকৃতিক নিয়মের অধীন হইলেও সেসকল নিয়ম আল্লাহর কুদরতের অধীন। এ কারণে অনাবৃষ্টির সময় আল্লাহর নিকট বৃষ্টি প্রার্থনা করার ব্যবস্থা রহিয়াছে। অপরাধী বান্দা অপরাধ স্বীকার করিয়া আল্লাহর নিকট ক্ষমা চাহিলে আল্লাহ্ খুশী হন এবং খুশী হইলে বান্দার প্রতি রহমত বর্ষণ করেন। এ জন্য প্রার্থনাকালে আল্লাহর নিকট ক্ষমা চাওয়া এবং কিছু নফল নামায পড়া এই সময়ের প্রধান কাজ। এই নামাযকে 'ইস্তেস্কার নামায' বলে।
ইমাম আ'যম আবু হানীফার মতে ইস্তেস্কার নামায জামাআতের সহিত পড়ার বিধান নাই— তাঁহার মতে এ সম্পর্কীয় হাদীসগুলি নির্দোষ নহে। কিন্তু তাঁহার শাগরেদ ইমাম মুহাম্মাদ (রঃ) ও অপর ইমামগণের মতে ইহাতে জামাআতের সহিত দুই রাকআত নামায পড়ারও ব্যবস্থা রহিয়াছে। বিস্তারিত বিবরণ ফেকাহর কিতাবে দ্রষ্টব্য।
১৪৯৭। হযরত আব্দুল্লাহ্ ইবনে যায়দ (রাঃ) বলেন, একবার রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি চাওয়ার উদ্দেশ্যে লোকদের লইয়া ঈদগাহের দিকে বাহির হইলেন এবং তাহাদের লইয়া দুই রাকআত নামায পড়িলেন, যাহাতে কেরাআত পড়িলেন বড় করিয়া। এসময় তিনি নিজের হস্তদ্বয় উঠাইলেন এবং কেবলামুখী হইয়া দো'আ করিলেন। আর যখন কেবলামুখী হইলেন আপন চাদর ঘুরাইয়া দিলেন। মোত্তাঃ
بَابُ الْاِسْتِسْقَاءِ
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ قَالَ: خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالنَّاسِ إِلَى الْمُصَلَّى يَسْتَسْقِي فَصَلَّى بِهِمْ رَكْعَتَيْنِ جَهَرَ فِيهِمَا بِالْقِرَاءَةِ وَاسْتَقْبَلَ الْقِبْلَةَ يَدْعُو وَرَفَعَ يَدَيْهِ وَحَوَّلَ رِدَاءَهُ حِينَ اسْتَقْبَلَ الْقِبْلَةَ

হাদীসের ব্যাখ্যা:

'চাদর ঘুরাইয়া দিলেন – অর্থাৎ, চাদরের ডানদিক বাম দিকে, উপর দিক নীচের দিকে এবং ভিতর দিক বাহিরের দিকে করিয়া দিলেন এবং ইহার দ্বারা অবস্থার পরিবর্তন কল্পনা করিলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান