মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৪৯৬
৫১. দ্বিতীয় অনুচ্ছেদ - সাজদায়ে শুক্র
১৪৯৬। হযরত সা'দ ইবনে আবু ওয়াক্কাস (রাঃ) বলেন, একবার আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সহিত মক্কা হইতে মদীনার উদ্দেশ্যে রওয়ানা হইলাম। যখন আমরা গাযওয়াযা নামক স্থানের নিকটে পৌঁছিলাম, হুযূর (ﷺ) সওয়ারী হইতে অবতরণ করিলেন, অতঃপর দুই হাত উঠাইলেন এবং আল্লাহর নিকট কতক সময় দো'আ করিতে রহিলেন, তৎপর সজদায় পড়িলেন এবং দীর্ঘ সময় রত রহিলেন। অতঃপর দাঁড়াইলেন এবং কতক সময় আপন হাত উঠাইয়া রাখিলেন। পুনরায় সজদায় পড়িলেন এবং দীর্ঘ সময় উহাতে রত রহিলেন। আবার উঠিয়া দাঁড়াইলেন এবং কতক সময় আপন হস্তদ্বয় উঠাইয়া রাখিলেন। তৎপর সজদায় পড়িলেন। (সজদা হইতে উঠিয়া বলিলেনঃ আমি আমার পরওয়ারদেগারের সমীপে প্রার্থনা করিলাম এবং আমার উম্মতের জন্য সুপারিশ করিলাম। তিনি আমাকে আমার উম্মতের এক-তৃতীয়াংশ দান করিলেন। তাই আমি আমার পরওয়ারদেগারের শোকর আদায়ের জন্য সজদায় পড়িলাম। অতঃপর আমি আমার মাথা উঠাইলাম এবং আমার পরওয়ারদেগারের নিকট আমার উম্মতের জন্য পুনঃ প্রার্থনা করিলাম। এবার তিনি আমাকে আমার উম্মতের আরেক তৃতীয়াংশ দান করিলেন। তাই আমি আমার পরওয়ারদেগারের শোকর আদায়ের জন্য (দ্বিতীয়বার) সজদায় পড়িলাম। অতঃপর আমি পুনরায় আমার মাথা উঠাইলাম এবং আমার পরওয়ারদেগারের নিকট আমার উম্মতের জন্য প্রার্থনা করিলাম। এবার তিনি আমাকে আমার উম্মতের শেষ তৃতীয়াংশ দান করিলেন। তাই আমি আমার পরওয়ারদেগারের কৃতজ্ঞতা প্রকাশের ‘জন্য (তৃতীয়বার) সজদায় পড়িলাম। — আহমদ ও আবু দাউদ
بَابٌ فِىْ سُجُوْدِ الشُّكْرِ
وَعَن سعد بن أبي وَقاص قَالَ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نم مَكَّةَ نُرِيدُ الْمَدِينَةَ فَلَمَّا كُنَّا قَرِيبًا مِنْ عَزْوَزَاءَ نَزَلَ ثُمَّ رَفَعَ يَدَيْهِ فَدَعَا اللَّهَ سَاعَةً ثُمَّ خَرَّ سَاجِدًا فَمَكَثَ طَوِيلًا ثُمَّ قَامَ فَرَفَعَ يَدَيْهِ سَاعَةً ثُمَّ خَرَّ سَاجِدًا فَمَكَثَ طَوِيلًا ثُمَّ قَامَ فَرَفَعَ يَدَيْهِ سَاعَةً ثُمَّ خَرَّ سَاجِدًا قَالَ: «إِنِّي سَأَلْتُ رَبِّي وَشَفَعْتُ لِأُمَّتِي فَأَعْطَانِي ثُلُثَ أُمَّتِي فَخَرَرْتُ سَاجِدًا لِرَبِّي شُكْرًا ثُمَّ رَفَعْتُ رَأْسِي فَسَأَلْتُ رَبِّي لِأُمَّتِي فَأَعْطَانِي ثُلُثَ أُمَّتِي فَخَرَرْتُ سَاجِدًا لِرَبِّي شُكْرًا ثُمَّ رَفَعْتُ رَأْسِي فَسَأَلْتُ رَبِّي لِأُمَّتِي فَأَعْطَانِي الثُّلُثَ الْآخِرَ فَخَرَرْتُ سَاجِدًا لِرَبِّي شُكْرًا» . رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
হুযূর (ﷺ) কিসের প্রার্থনা ও সুপারিশ করিয়াছিলেন এ ব্যাপারে ব্যাখ্যাকারদের মধ্যে মতভেদ দেখা যায়। কাহারও মতে দুনিয়াতে যেন তাঁহার উম্মতকে আযাব দেওয়া না হয় তজ্জন্য, আর কাহারও মতে তাহার উম্মতের সকলকেই যেন বেহেশত দান করা হয় এবং গোনাহগারকেও যেন তাঁহার সুপারিশে ক্ষমা করা হয় তজ্জন্য।
