মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪৯৫
৫১. দ্বিতীয় অনুচ্ছেদ - সাজদায়ে শুক্‌র
১৪৯৫। হযরত আবু জা'ফর (রাঃ) বলেন, নবী করীম (ﷺ) একদিন এক বামনকে দেখিলেন এবং তৎক্ষণাৎ সজদায় পড়িয়া গেলেন। —দারা কুত্নী
بَابٌ فِىْ سُجُوْدِ الشُّكْرِ
وَعَنْ أَبِي جَعْفَرٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا مِنَ النُّغَاشِينَ فَخَرَّ ساجا. رَوَاهُ الدَّارَقُطْنِيُّ مُرْسَلًا وَفِي شَرْحِ السُّنَّةِ لَفْظُ المصابيح

হাদীসের ব্যাখ্যা:

কোন রুগ্ন বা বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখিলে তাহাকে না জানাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করা সুন্নত, যেহেতু তিনি তাহাকে এই বিপদ হইতে বাঁচাইয়া রাখিয়াছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৪৯৫ | মুসলিম বাংলা