মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৪৯৪
৫১. দ্বিতীয় অনুচ্ছেদ - সাজদায়ে শুক্র।
সম্পদ লাভ এবং বিপদ হইতে মুক্তির সময় আল্লাহর শোকর বা কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে নামায ছাড়া এমনি তাঁহার সজদা করা যায় কিনা এ ব্যাপারের হাদীসসমূহ আলোচনা করিয়া ইমাম আবু হানীফা ও ইমাম মালেক (রঃ) এই মত প্রকাশ করিয়াছেন যে, ইহা মাকরূহ্ পক্ষান্তরে ইমাম শাফেয়ী, আহমদ ও হানাফীদের মধ্যে ইমাম মুহাম্মাদ (রঃ) বলেন, ইহা সুন্নত আবু জাহলের হত্যার সংবাদে হুযূর (ﷺ), মুসায়লামা কাযযাবের হত্যার সংবাদে হযরত আবু বকর (রাঃ) এবং জুচ্ছাদয়াইহ্ খারেজীর কতল সংবাদে হযরত আলী (রাঃ) এইরূপ সজদা করিয়াছিলেন।
[এ অধ্যায়ে প্রথম ও তৃতীয় পরিচ্ছেদ নাই]
সম্পদ লাভ এবং বিপদ হইতে মুক্তির সময় আল্লাহর শোকর বা কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে নামায ছাড়া এমনি তাঁহার সজদা করা যায় কিনা এ ব্যাপারের হাদীসসমূহ আলোচনা করিয়া ইমাম আবু হানীফা ও ইমাম মালেক (রঃ) এই মত প্রকাশ করিয়াছেন যে, ইহা মাকরূহ্ পক্ষান্তরে ইমাম শাফেয়ী, আহমদ ও হানাফীদের মধ্যে ইমাম মুহাম্মাদ (রঃ) বলেন, ইহা সুন্নত আবু জাহলের হত্যার সংবাদে হুযূর (ﷺ), মুসায়লামা কাযযাবের হত্যার সংবাদে হযরত আবু বকর (রাঃ) এবং জুচ্ছাদয়াইহ্ খারেজীর কতল সংবাদে হযরত আলী (রাঃ) এইরূপ সজদা করিয়াছিলেন।
[এ অধ্যায়ে প্রথম ও তৃতীয় পরিচ্ছেদ নাই]
১৪৯৪। হযরত আবু বাকরা (রাঃ) বলেন, যখন রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট কোন আনন্দ-সংবাদ বা এমন কিছু পৌঁছিত যদ্দ্বারা তিনি খুশী হইতেন, তখন তিনি আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে সজদায় পড়িয়া যাইতেন। —আবু দাউদ ও তিরমিযী। তিরমিযী বলিয়াছেন, হাদীসটি হাসান গরীব।
بَابٌ فِىْ سُجُوْدِ الشُّكْرِ
عَنْ أَبِي بَكْرَةَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جَاءَهُ أَمْرٌ سُرُورًا أَوْ يُسَرُّ بِهِ خَرَّ سَاجِدًا شَاكِرًا لِلَّهِ تَعَالَى. رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حسن غَرِيب
