মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪৯৫
- নামাযের অধ্যায়
৫১. দ্বিতীয় অনুচ্ছেদ - সাজদায়ে শুক্‌র
১৪৯৫। হযরত আবু জা'ফর (রাঃ) বলেন, নবী করীম (ﷺ) একদিন এক বামনকে দেখিলেন এবং তৎক্ষণাৎ সজদায় পড়িয়া গেলেন। —দারা কুত্নী
كتاب الصلاة
بَابٌ فِىْ سُجُوْدِ الشُّكْرِ
وَعَنْ أَبِي جَعْفَرٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا مِنَ النُّغَاشِينَ فَخَرَّ ساجا. رَوَاهُ الدَّارَقُطْنِيُّ مُرْسَلًا وَفِي شَرْحِ السُّنَّةِ لَفْظُ المصابيح

হাদীসের ব্যাখ্যা:

কোন রুগ্ন বা বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখিলে তাহাকে না জানাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করা সুন্নত, যেহেতু তিনি তাহাকে এই বিপদ হইতে বাঁচাইয়া রাখিয়াছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান