মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৪৯২
- নামাযের অধ্যায়
৫০. তৃতীয় অনুচ্ছেদ - সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সালাত
১৪৯২। হযরত উবাই ইবনে কা'ব (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর যমানায় একবার সূর্যগ্রহণ হইল। হুযূর (ﷺ) তাঁহাদের লইয়া নামায পড়িলেন এবং ‘তেওয়ালে মোফাসসাল' দ্বারা কেরাআত পড়িলেন, অতঃপর (প্রথম রাকআতে) পাঁচটি রুকূ করিলেন এবং দুইটি সজদা করিলেন, তৎপর দ্বিতীয় রাকআতের জন্য দাঁড়াইলেন এবং তেওয়ালে মোফাসসালের একটি সূরা দ্বারা কেরাআত পড়িলেন, অতঃপর পাঁচটি রুকূ করিলেন এবং দুইটি সজদা দিলেন। তৎপর কেবলামুখী হইয়া বসিয়া রহিলেন এবং দো'আ করিতে থাকিলেন যাবৎ না সূর্যের গ্রহণ ছাড়িয়া গেল। –আবু দাউদ
كتاب الصلاة
عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ قَالَ: انْكَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فصلى بهم فَقَرَأَ بِسُورَة م الطُّوَلِ وَرَكَعَ خَمْسَ رَكَعَاتٍ وَسَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ قَامَ الثَّانِيَةَ فَقَرَأَ بِسُورَةٍ مِنَ الطُّوَلِ ثُمَّ رَكَعَ خَمْسَ رَكَعَاتٍ وَسَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ جَلَسَ كَمَا هُوَ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ يَدْعُو حَتَّى انْجَلَى كسوفها. رَوَاهُ أَبُو دَاوُد