মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪৯১
৫০. দ্বিতীয় অনুচ্ছেদ - সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সালাত
১৪৯১। তাবেয়ী ইকরামা (রঃ) বলেন, একবার হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাসকে সংবাদ বলা হইল, নবী করীম (ﷺ)-এর অমুক স্ত্রী এন্তেকাল করিয়াছেন। শুনিবামাত্র তিনি সজদায় পড়িয়া গেলেন। তখন তাঁহাকে জিজ্ঞাসা করা হইল, আপনি কি এসময় সজদা করিতেছেন ? (ইহা কি সজদার সময় ?) উত্তরে তিনি বলিলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যখন তোমরা কোন নিদর্শন দেখিবে (আল্লাহর সমীপে) সজদা করিবে। আর নবী করীম (ﷺ)-এর কোন স্ত্রীর তিরোধান অপেক্ষা বড় নিদর্শন কি হইতে পারে? – আবু দাউদ ও তিরমিযী
وَعَن عِكْرِمَة قَالَ: قِيلَ لِابْنِ عَبَّاسٍ: مَاتَتْ فُلَانَةُ بَعْضُ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَخَرَّ سَاجِدًا فَقِيلَ لَهُ تَسْجُدُ فِي هَذِهِ السَّاعَةِ؟ فَقَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا رَأَيْتُمْ آيَةً فَاسْجُدُوا» وَأَيُّ آيَةٍ أَعْظَمُ مِنْ ذَهَابِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৪৯১ | মুসলিম বাংলা