মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৪৯০
৫০. দ্বিতীয় অনুচ্ছেদ - সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সালাত
১৪৯০। হযরত সামুরা ইবনে জুনদুব (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদিগকে লইয়া এক গ্রহণে নামায পড়িলেন, অথচ আমরা তাঁহার কোন শব্দ শুনিতে পাইলাম না। —তিরমিযী, আবু দাউদ, নাসায়ী ও ইবনে মাজাহ্
عَن سَمُرَة بن جُنْدُب قَالَ: صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي كُسُوفٍ لَا نَسْمَعُ لَهُ صَوْتًا. رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ
হাদীসের ব্যাখ্যা:
ইমাম আ'যম আবু হানীফা (রঃ) সূর্যগ্রহণের নামায এইরূপে চুপে পড়িতেই বলেন।
