মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৪৭৮
৪৯. দ্বিতীয় অনুচ্ছেদ - রজব মাসে কুরবানী
১৪৭৮। হযরত মেখনাফ ইবনে সুলাইম (রাঃ) বলেন, আমরা বিদায় হজ্জে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সহিত আরাফাতে ছিলাম। তাঁহাকে বলিতে শুনিলাম— হে লোকসকল! প্রত্যেক পরিবারের পক্ষে প্রত্যেক বৎসরই একটি কোরবানী ও একটি আতীরা রহিয়াছে। তোমরা জান 'আতীরা' কি? উহা হইল যাহাকে তোমরা 'রজবিয়া' বল। — তিরমিযী, আবু দাউদ, নাসায়ী ও ইবনে মাজাহ্
কিন্তু তিরমিযী হাদীসটিকে 'যয়ীফ' এবং আবু দাউদ 'মানসুখ' বলিয়াছেন।
কিন্তু তিরমিযী হাদীসটিকে 'যয়ীফ' এবং আবু দাউদ 'মানসুখ' বলিয়াছেন।
عَن مخنف بن سليم قَالَ: كُنَّا وُقُوفًا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَفَةَ فَسَمِعْتُهُ يَقُولُ: «يَا أَيُّهَا النَّاسُ إِنَّ عَلَى كُلِّ أَهْلِ بَيْتٍ فِي كُلِّ عَامٍ أُضْحِيَّةً وَعَتِيرَةً هَلْ تَدْرُونَ مَا الْعَتِيرَةُ؟ هِيَ الَّتِي تُسَمُّونَهَا الرَّجَبِيَّةَ» . رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مامجه وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ ضَعِيفُ الْإِسْنَادِ وَقَالَ أَبُو دَاوُد: وَالْعَتِيرَة مَنْسُوخَة
