মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৪৬২
৪৮. দ্বিতীয় অনুচ্ছেদ - কুরবানী
১৪৬২। তাবেয়ী হানাশ (রঃ) বলেন, আমি হযরত আলীকে দুইটি দুম্বা কোরবানী করিতে দেখিলাম এবং জিজ্ঞাসা করিলাম, এই কি? (দুইটি কেন ?) তিনি উত্তর করিলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে ওসিয়ত করিয়া গিয়াছেন, আমি যেন তাঁহার পক্ষ হইতে কোরবানী করি? সুতরাং আমি তাঁহার পক্ষ হইতে (একটি) কোরবানী করিতেছি।—আবু দাউদ, তিরমিযীও অনুরূপ।
وَعَنْ حَنَشٍ قَالَ: رَأَيْتُ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ يُضَحِّي بِكَبْشَيْنِ فَقُلْتُ لَهُ: مَا هَذَا؟ فَقَالَ: (إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْصَانِي أَنْ أُضَحِّيَ عَنْهُ فَأَنَا أُضَحِّي عَنْهُ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَرَوَى التِّرْمِذِيُّ نَحْوَهُ
হাদীসের ব্যাখ্যা:
হুযূর (ﷺ) তাঁহাকে একবারের জন্য অথবা সর্বদার জন্য তাঁহার পক্ষ হইতে কোরবানী করার ওসিয়ত করিয়াছিলেন। এখন আমরাও তাঁহার পক্ষে কোরবানী করিতে পারি। ইহা হইবে তাহার প্রতি আমাদের মহব্বতের পরিচায়ক। ইহাতে এ কথাও বুঝা গেল যে, মৃত ব্যক্তির পক্ষ হইতে কোরবানী করা জায়েয।
