মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪৬৩
৪৮. দ্বিতীয় অনুচ্ছেদ - কুরবানী
১৪৬৩। হযরত আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের নির্দেশ দিয়াছেন, আমরা যেন (কোরবানীর পশুর) চোখ ও কান উত্তমরূপে দেখিয়া লই এবং আমরা যেন কোরবানী না করি যে পশুর কানের অগ্রভাগ কাটা গিয়াছে, যাহার কানের শেষ ভাগ কাটা গিয়াছে অথবা যাহার কান গোলাকারে ছেদিত হইয়াছে বা যাহার কান পাশের দিকে ফাড়িয়া গিয়াছে তাহার দ্বারা। —তিরমিযী, আবু দাউদ, নাসায়ী ও দারেমী। ইবনে মাজাহ্ ‘কান দেখিয়া লই’ পর্যন্ত বর্ণনা করিয়াছেন।
وَعَنْ عَلِيٍّ قَالَ: أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَسْتَشْرِفَ الْعَيْنَ وَالْأُذُنَ وَأَلَّا نُضَحِّيَ بِمُقَابَلَةٍ وَلَا مُدَابَرَةٍ وَلَا شَرْقَاءَ وَلَا خَرْقَاءَ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ والدارمي وانتهت رِوَايَته إِلَى قَوْله: وَالْأُذن
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৪৬৩ | মুসলিম বাংলা