মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪৫৫
৪৮. প্রথম অনুচ্ছেদ - কুরবানী
১৪৫৫। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : 'মুসিন্না' ছাড়া যবাহ্ করিবে না, কিন্তু যদি 'মুসিন্না' যোগাড় করা তোমাদের পক্ষে কষ্টসাধ্য হয়, তবে মেষের 'জাযআ' যবাহ্ করিতে পার। —মুসলিম
بَابٌ فِي الْأُضْحِيَّةِ
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَذْبَحُوا إِلَّا مُسِنَّةً إِلَّا أَنْ يَعْسُرَ عَلَيْكُمْ فَتَذْبَحُوا جَذَعَةً مِنَ الضَّأْن» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

উটের ‘মুসিন্না' হইল যাহার বয়স পাঁচ বছর পূর্ণ হইয়াছে, গরুতে মুসিন্না—যাহার দুই বছর পূর্ণ হইয়াছে এবং ছাগল-ভেড়াতে মুসিন্না— যাহার বয়স এক বছর পূর্ণ হইয়াছে। 'জাযআ' —যে ভেড়ার বয়স ছয় মাস পূর্ণ হইয়াছে, অথচ দেখিতে এক বছরী বলিয়া মনে হয়। হাদীস মতে শুধু ভেড়াতেই ‘জাযআ’ দ্বারা কোরবানী জায়েয। অপর কোন পশুতে নহে। ছাগলেও নহে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান