মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৪৫৬
৪৮. প্রথম অনুচ্ছেদ - কুরবানী
১৪৫৬। হযরত উকবা ইবনে আমের (রাঃ) হইতে বর্ণিত আছে, একবার নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার সাহাবীদের মধ্যে কোরবানীর নিমিত্ত বণ্টনের জন্য তাহাকে (উকবাকে) কতকগুলি ছাগল-ভেড়া দিলেন। বণ্টনের পর একটি এক বছরের বাচ্ছা ছাগল বাকী রহিল। তিনি তাহা রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উল্লেখ করিলেন। হুযুর (ছাঃ) বলিলেন, উহা দ্বারা তুমি নিজে কোরবানী কর। অপর বর্ণনামতে, আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্! আমার ভাগে তো মাত্র একটি বাচ্চা ছাগল রহিল। হুযূর (ছাঃ) বলিলেন, তুমি উহা দ্বারাই কোরবানী কর। – মোত্তাঃ
بَابٌ فِي الْأُضْحِيَّةِ
وَعَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْطَاهُ غَنَمًا يقسمها على صحابته ضحايا فَبَقيَ عتود فَذكره لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «ضَحِّ بِهِ أَنْتَ» وَفِي رِوَايَةٍ قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أصابني جذع قَالَ: «ضح بِهِ»
