মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪৫৪
৪৮. প্রথম অনুচ্ছেদ - কুরবানী
১৪৫৪। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত আছে, একবার রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করিলেন এমন একটি শিংদার দুম্বা আনিতে যাহা কালোতে হ্যাঁটে, কালোতে শোয় ও কালোতে দেখে (অর্থাৎ, যাহার পা, পেট ও চোখ কালো), যাহাতে তিনি উহা কোরবানী করিতে পারেন, সুতরাং তাহার জন্য এরূপ একটি দুম্বা আনা হইল। তখন তিনি বলিলেন: হে আয়েশা ছুরিটি দাও, অতঃপর বলিলেন, পাথরে উহাকে ধারাল কর। আয়েশা (রাঃ) বলেন, আমি তাহা করিলাম। অতঃপর তিনি উহা গ্রহণ করিলেন এবং দুম্বাকে ধরিলেন, তৎপর উহাকে পার্শ্বের উপর শোয়াইলেন এবং যবাহ্ করিতে যাইয়া বলিলেন, 'বিসমিল্লাহ', হে আল্লাহ্। তুমি ইহা মুহাম্মাদ, মুহাম্মাদের পরিবার এবং মুহাম্মাদের উম্মতগণের পক্ষ হইতে কবুল কর। অতঃপর উহা দ্বারা তিনি লোকদের সকালের খানা খাওয়াইলেন। -মুসলিম
بَابٌ فِي الْأُضْحِيَّةِ
وَعَنْ عَائِشَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِكَبْشٍ أَقْرَنَ يَطَأُ فِي سَوَادٍ وَيَبْرَكُ فِي سَوَادٍ وَيَنْظُرُ فِي سَوَادٍ فَأُتِيَ بِهِ لِيُضَحِّيَ بِهِ قَالَ: «يَا عَائِشَةُ هَلُمِّي الْمُدْيَةَ» ثُمَّ قَالَ: «اشْحَذِيهَا بِحَجَرٍ» فَفَعَلَتْ ثُمَّ أَخَذَهَا وَأَخَذَ الْكَبْشَ فَأَضْجَعَهُ ثُمَّ ذَبَحَهُ ثُمَّ قَالَ: «بِسْمِ اللَّهِ اللَّهُمَّ تَقَبَّلْ مِنْ مُحَمَّدٍ وَآلِ مُحَمَّدٍ وَمِنْ أُمَّةِ مُحَمَّدٍ» . ثُمَّ ضحى بِهِ. رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৪৫৪ | মুসলিম বাংলা