মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪৩৯
৪৭. দ্বিতীয় অনুচ্ছেদ - দু’ ঈদের সালাত
১৪৩৯। হযরত আনাস (রাঃ) বলেন, নবী করীম (ﷺ) মদীনায় আগমন করিলেন; আর তখন তাহাদের এমন দুইটি দিন ছিল যাহাতে তাহারা খেলাধুলা করিত। হুযুর (ﷺ) জিজ্ঞাসা করিলেন, তোমাদের এই দুইটি দিন কি ? তাহারা বলিল, ইসলাম পূর্ব জাহেলিয়াত যুগে ইহাতে আমরা খেলাধুলা করিতাম। রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ আল্লাহ্ তা'আলা সে দুই দিনের পরিবর্তে সে দুই দিন অপেক্ষা উত্তম দুইটি দিন তোমাদিগকে দান করিয়াছেন— আযহার দিন এবং ফিতরের দিন। (সুতরাং তোমরা ঐ দুই দিন ত্যাগ কর।) — আবু দাউদ
عَنْ أَنَسٍ قَالَ: قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ وَلَهُمْ يَوْمَانِ يَلْعَبُونَ فِيهِمَا فَقَالَ: «مَا هَذَانِ الْيَوْمَانِ؟» قَالُوا: كُنَّا نَلْعَبُ فِيهِمَا فِي الْجَاهِلِيَّةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: قَدْ أَبْدَلَكُمُ اللَّهُ بِهِمَا خَيْرًا مِنْهُمَا: يَوْمَ الْأَضْحَى وَيَوْمَ الْفِطْرِ . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

ইহা হইতে বুঝা গেল যে, জাহেলিয়াত যুগের কোন জাহেলী নিদর্শনকে রক্ষা করা এবং কাফের-মুশরিকদের ঈদে-পার্বণে যোগদান করা মুসলমানদের পক্ষে নিষেধ। মুসলমান দের কোন ঈদই আল্লাহ্র স্মরণ ছাড়া হওয়া উচিত নহে; তাই মুসলমানদের ঈদের দিন এবাদতের দিন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান