মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪৩৮
৪৭. প্রথম অনুচ্ছেদ - দু’ ঈদের সালাত
১৪৩৮। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যবেহ করিতেন এবং নহর করিতেন ঈদগাহে। — বোখারী
بَابُ صَلَاةِ الْعِيْدَيْنِ
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَذْبَحُ وَيَنْحَرُ بِالْمُصَلَّى. رَوَاهُ البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

কণ্ঠ ও শ্বাসনালীর মধ্যস্থলে কাটাকে যবেহ (জবাই) বলে। ইহা গরু, ছাগল, ভেড়া ইত্যাদিতে করিতে হয়। দুই হাতের মধ্যস্থলে সিনায় ছুরি মারাকে 'নহর' বলে। নহর উটে করিতে হয়। উহাতে যবেহও জায়েয আছে।
মদীনার ঈদগাহ হুযুরের হুজরা শরীফের অতি নিকটে ছিল বলিয়াই তিনি তথায় কোরবানী করিতেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান