মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪৩৭
৪৭. প্রথম অনুচ্ছেদ - দু’ ঈদের সালাত
১৪৩৭। হযরত বারা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ যে নামাযের পূর্বে যবেহ করিল সে নিশ্চয় নিজের খাওয়ার জন্যই যবেহ করিল এবং যে নামাযের পরে যবেহ করিল তাহার কোরবানী পূর্ণ হইল এবং সে মুসলমানদের রীতির পাবন্দী করিল। — মোত্তাঃ
بَابُ صَلَاةِ الْعِيْدَيْنِ
وَعَنِ الْبَرَاءِ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ ذَبَحَ قَبْلَ الصَّلَاةِ فَإِنَّمَا يَذْبَحُ لِنَفْسِهِ وَمَنْ ذَبَحَ بَعْدَ الصَّلَاةِ فَقَدْ تَمَّ نُسُكُهُ وَأَصَابَ سُنَّةَ الْمُسلمين»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৪৩৭ | মুসলিম বাংলা