মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৪৩৬
৪৭. প্রথম অনুচ্ছেদ - দু’ ঈদের সালাত
১৪৩৬। হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ্, বাজালী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যে নামাযের পূর্বে যবেহ করিয়াছে সে যেন উহার স্থলে (নামাযের পর) অপর একটি যবেহ করে। আর যে যবেহ করে নাই যাবৎ না আমরা নামা পড়িয়াছি, সে যেন আল্লাহর নামে যবেহ করে (তাহার ইহা হইবে কোরবানী)। -মোত্তাঃ
بَابُ صَلَاةِ الْعِيْدَيْنِ
وَعَنْ جُنْدُبِ بْنِ عَبْدِ اللَّهِ الْبَجَلِيُّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ ذَبَحَ قَبْلَ الصَّلَاةِ فَلْيَذْبَحْ مَكَانَهَا أُخْرَى وَمَنْ لَمْ يَذْبَحْ حَتَّى صَلَّيْنَا فَلْيَذْبَحْ على اسْم الله»
