মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৪৩৫
৪৭. প্রথম অনুচ্ছেদ - দু’ ঈদের সালাত
১৪৩৫। হযরত বারা ইবনে আযেব (রাঃ) বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কোরবানীর ঈদের দিনে আামাদের খোতবা দান করিলেন এবং বলিলেন: এই ঈদের দিনে আমাদের প্রথমে যাহা করিতে হইবে তাহা হইল নামায। অতঃপর আমরা বাড়ী ফিরিব এবং কোরবানী করিব। যে ব্যক্তি এইরূপ করিল সে আমাদের পথে চলিল, আর যে ব্যক্তি আমাদের নামায পড়ার পূর্বে কোরবানী করিল, নিশ্চয় উহা তাহার গোশত খাওয়ার বকরী হইল, যাহা সে তাহার পরিবারের জন্য তাড়াতাড়ি করিয়া যবেহ করিল। ইহা কোরবানীর কিছুই নহে। মোত্তাঃ
بَابُ صَلَاةِ الْعِيْدَيْنِ
وَعَنِ الْبَرَاءِ قَالَ: خَطَبَنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ النَّحْرِ فَقَالَ: «إِنَّ أَوَّلَ مَا نَبْدَأُ بِهِ فِي يَوْمِنَا هَذَا أَنْ نُصَلِّيَ ثُمَّ نَرْجِعَ فَنَنْحَرَ فَمَنْ فَعَلَ ذَلِكَ فَقَدْ أَصَابَ سُنَّتَنَا وَمَنْ ذَبَحَ قَبْلَ أَنْ نُصَلِّيَ فَإِنَّمَا هُوَ شَاةُ لَحْمٍ عَجَّلَهُ لِأَهْلِهِ لَيْسَ مِنَ النُّسُكِ فِي شَيْءٍ»
