মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৪৩৪
৪৭. প্রথম অনুচ্ছেদ - দু’ ঈদের সালাত
১৪৩৪। হযরত জাবের (রাঃ) বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে যাতায়াতে রাস্তা পরিবর্তন করিতেন।
بَابُ صَلَاةِ الْعِيْدَيْنِ
وَعَنْ جَابِرٍ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ يَوْمُ عِيدٍ خَالَفَ الطَّرِيق. رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
সম্ভব হইলে ঈদের দিনে এক রাস্তা দিয়া যাওয়া এবং অপর রাস্তা দিয়া আসা মোস্তাহাব, যাহাতে সে পথের মাটি ইত্যাদি ইহার সাক্ষ্য দেয়।
