মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪৩৩
৪৭. প্রথম অনুচ্ছেদ - দু’ ঈদের সালাত
১৪৩৩। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোযার ঈদে বাহির হইতেন না যাবৎ না কয়েকটি খেজুর খাইতেন। আর উহা তিনি বিজোড় খাইতেন। —বোখারী
بَابُ صَلَاةِ الْعِيْدَيْنِ
وَعَنْ أَنَسٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَغْدُو يَوْمَ الْفِطْرِ حَتَّى يَأْكُلَ تَمَرَاتٍ وَيَأْكُلَهُنَّ وِتْرًا. رَوَاهُ الْبُخَارِيُّ

হাদীসের ব্যাখ্যা:

হুযূর (ﷺ) বলিতেন, ان الله وتر يحب الوتر “আল্লাহ্ নিজেও বিজোড় এবং বিজোড়কেই তিনি ভালবাসেন।” অতএব, হুযূর (ﷺ) যেসকল কাজ বিজোড় করা সম্ভবপর, তাহা বিজোড়ই করিতেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৪৩৩ | মুসলিম বাংলা