মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪৩২
৪৭. প্রথম অনুচ্ছেদ - দু’ ঈদের সালাত
১৪৩২। হযরত আয়েশা (রাঃ) বলেন, (বিদায় হজ্জে মিনায় অবস্থানকালে হযরত আবু বকর (রাঃ) তাহার নিকট উপস্থিত হইলেন, অথচ তখন (আনসারদের) দুইটি বালিকা তথায় গান গাহিতে ও দফ বাজাইতেছিল। অপর বর্ণনায় আছে, তাহারা সেসকল গান গাহিতেছিল, যেসকল যারা 'বুআস' যুদ্ধে আনসার গোত্রের লোকেরা গর্ব করিয়াছিল---আর নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শুইয়া নিজকে কাপড়ে আবৃত করিয়া রাখিয়াছিলেন। ইহা দেখিয়া হযরত আবু বকর (রাঃ) বালিকাদিগকে ধমক দিলেন। এসময় নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় হইতে আপন চেহারা মোবারক উন্মুক্ত করিলেন এবং বলিলেন ইহাদের ছাড় আবু বকর! ইহা ঈদের দিন। অপর রেওয়ায়তে আছে, হে আবু বকর। প্রত্যেক জাতির একটি আনন্দ রহিয়াছে, আর ইহা হইল আমাদের আনন্দের দিন। -মোত্তাঃ
بَابُ صَلَاةِ الْعِيْدَيْنِ
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: إِنَّ أَبَا بَكْرٍ دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا جَارِيَتَانِ فِي أَيَّامِ مِنًى تُدَفِّفَانِ وَتَضْرِبَانِ وَفِي رِوَايَةٍ: تُغَنِّيَانِ بِمَا تَقَاوَلَتِ الْأَنْصَارُ يَوْمَ بُعَاثَ وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَغَشٍّ بِثَوْبِهِ فَانْتَهَرَهُمَا أَبُو بَكْرٍ فَكَشَفَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ وَجْهِهِ فَقَالَ: دَعْهُمَا يَا أَبَا بَكْرٍ فَإِنَّهَا أَيَّامُ عِيدٍ وَفِي رِوَايَةٍ: يَا أَبَا بَكْرٍ إِن لكل قوم عيدا وَهَذَا عيدنا

হাদীসের ব্যাখ্যা:

বোখারীর অপর রেওয়ায়তে এ হাদীসেরই শেষের দিকে আছে, وليستا بمغنيتين 'আর তাহারা গায়িকা ছিল না' – অর্থাৎ, গানের স্বর সুর সম্বন্ধে তাহাদের জ্ঞান ছিল না। বালিকা সুলভ মনের আনন্দে যাহা তাহা করিয়া একটি গান গাহিতেছিল।
হযরত আবু বকর (রাঃ) এ জন্যেই তাহাদের বাধা দিয়াছিলেন যে, তিনি জানিতেন, হুযূর (ﷺ) গান-বাদ্য জায়েয মনে করেন না, আর এখন তিনি ঘুমাইয়া আছেন বলিয়াই বাধা দেওয়া হইতেছে না। কিন্তু হুযূর (ﷺ) তাঁহাকে বুঝাইয়া দিলেন যে, ঈদের দিন আর অপর দিন সমান নহে। ঈদের দিন এইরূপ লোকের পক্ষে এইরূপ নির্দোষ গান এবং এইরূপ মোটা বাজনা দূষণীয় নহে। হযরত আয়েশা এই পার্থক্য জানিতেন বলিয়াই খামুশ ছিলেন।
মোটকথা, এ হাদীস হইতে বুঝা যায় যে, গান-বাদ্যে অভ্যস্ত নহে এইরূপ বালক-বালিকা যদি ঈদ-পার্বণে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে কোন নির্দোষ গান করে আর অন্যেরা উহা উপভোগ করে, তাহা দূষণীয় নহে। তবে গান-বাদ্যকে ব্যবসায় পরিণত করা বা জাতিকে উহাতে অভ্যস্ত করিয়া তোলার অনুমতি এ হাদীস হইতে কখনও পাওয়া যায় না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৪৩২ | মুসলিম বাংলা