মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৪৩১
৪৭. প্রথম অনুচ্ছেদ - দু’ ঈদের সালাত
১৪৩১। হযরত উম্মে আতিয়্যা (রাঃ) বলেন, আমাদের নির্দেশ দেওয়া হইল, আমরা যেন ঋতুবর্তী ও পর্দানশীন মহিলাদেরও দুই ঈদের দিনে (ঈদগাহে) বাহির করি, যাহাতে তাহারা মুসলমানদের জামাআতে এবং তাহাদের দোআয় শামিল হইতে পারে। কিন্তু ঋতুবতীগণ যেন তাহাদের নামাযের স্থান হইতে একদিকে সরিয়া বসে। তখন এক মহিলা প্রশ্ন করিল, ইয়া রাসূলাল্লাহ্। আমাদের কাহারও কাহারও শরীর ঢাকিবার) বড় চাদর নাই। হুযুর (ছাঃ) বলিলেন, তাহার সহচরী তাহাকে আপন চাদর পরাইবে। মোস্তাঃ
بَابُ صَلَاةِ الْعِيْدَيْنِ
وَعَنْ أُمِّ عَطِيَّةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: أُمِرْنَا أَنْ نُخْرِجَ الْحُيَّضَ يَوْمَ الْعِيدَيْنِ وَذَوَاتَ الْخُدُورِ فَيَشْهَدْنَ جَمَاعَةَ الْمُسْلِمِينَ وَدَعْوَتَهُمْ وَتَعْتَزِلُ الْحُيَّضُ عَنْ مُصَلَّاهُنَّ قَالَتِ امْرَأَةٌ: يَا رَسُولَ اللَّهِ إِحْدَانَا لَيْسَ لَهَا جِلْبَابٌ؟ قَالَ: «لِتُلْبِسْهَا صَاحِبَتُهَا مِنْ جِلْبَابِهَا»
হাদীসের ব্যাখ্যা:
সহচরী আপন অতিরিক্ত চাদর তাহাকে দিবে অথবা নিজের চাদরের একাংশে তাহাকে ঢাকিয়া লইবে। মহিলাদের জুমুআ ও জামাআতে শরীক হওয়া সম্পর্কে ঈমান পর্বে (১৮) আলোচনা করা হইয়াছে।
(আমাদের এ যুগেও শহরে-বন্দরে যেখানে যাতায়াতে ও ঈদগাহে পর্দার আবশ্যক ব্যবস্থা সম্ভবপর, সেখানে এ যুগের মহিলাদেরও ঈদ জামাআতে শরীক হওয়া যায় কিনা সে সম্পর্কে চিন্তা করার জন্য আমি এ যুগের ওলামায়ে কেরামের প্রতি অনুরোধ জানাইতেছি।)
(আমাদের এ যুগেও শহরে-বন্দরে যেখানে যাতায়াতে ও ঈদগাহে পর্দার আবশ্যক ব্যবস্থা সম্ভবপর, সেখানে এ যুগের মহিলাদেরও ঈদ জামাআতে শরীক হওয়া যায় কিনা সে সম্পর্কে চিন্তা করার জন্য আমি এ যুগের ওলামায়ে কেরামের প্রতি অনুরোধ জানাইতেছি।)
