মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৪৩০
৪৭. প্রথম অনুচ্ছেদ - দু’ ঈদের সালাত
১৪৩০। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন মাত্র দুই রাকআত নামায পড়িয়াছেন। ইহার পূর্বে কোন নামায পড়েন নাই এবং পরেও পড়েন নাই। — মোত্তাঃ
بَابُ صَلَاةِ الْعِيْدَيْنِ
وَعَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى يَوْمَ الْفِطْرِ رَكْعَتَيْنِ لَمْ يُصَلِّ قَبْلَهُمَا وَلَا بَعْدَهُمَا
হাদীসের ব্যাখ্যা:
ঈদের নামাযের পূর্বে ও পরে কোন নামায পড়েন নাই—ইহার অর্থ ঈদের নামাযের পূর্বে ও পরে ঘরেও কোন নামায পড়েন নাই অথবা ঈদগাহে আসিয়া পূর্বে ও পরে পড়েন নাই, উভয়ই হইতে পারে। হানাফী মতে ঘরে এবং পরে ঈদগাহে —উভয় অবস্থায় মাকরূহ।
