মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪২২
৪৬. প্রথম অনুচ্ছেদ - ভয়কালীন সালাত
১৪২২। হযরত জাবের (রাঃ) বলেন, আমরা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত অগ্রসর হইতে হইতে যখন 'যাতুর রেকা' পর্যন্ত পৌঁছিলাম এবং তথায় যখন একটি ছায়াদার গাছের নিকট উপস্থিত হইলাম, উহা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের (বিশ্রামের) জন্য ছাড়িয়া দিলাম। তিনি বলেন, এ সময় মুশরিকদের মধ্য হইতে এক ব্যক্তি আসিল এবং দেখিল, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি গাছের সহিত ঝুলান রহিয়াছে, তখন সে নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি খানা লইয়া তাড়াতাড়ি উহা কোষমুক্ত করিল এবং রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিল, তুমি কি আমায় ভয় কর না? হুযুর (ছাঃ) বলিলেন, কখনও না। সে বলিল, এখন তোমাকে আমা হইতে কে বাধা দিবে? হুযুর (ছাঃ) বলিলেন, আল্লাহ্ আমাকে তোমা হইতে বাধা দিবেন। জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ তাহাকে ভয় দেখাইলেন, ফলে সে তরবারি কোষবদ্ধ করিল এবং পুনঃ ঝুলাইয়া রাখিল। পুনরায় জাবের (রাঃ) বলেন, এসময় নামাযের আযান দেওয়া হইল এবং হুযূর (ﷺ) এক দলকে লইয়া দুই রাকআত নামায পড়িলেন। অতঃপর এই দল পিছনে সরিয়া গেল, হুযুর (ﷺ) অপর দলকে লইয়া দুই রাকআত পড়িলেন। জাবের (রাঃ) বলেন, ইহাতে রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামায চারি রাকআত হইল এবং লোকের হইল দুই রাকআত। মোত্তাঃ
بَابُ صَلَاةِ الْخَوْفِ
وَعَنْ جَابِرٍ قَالَ: أَقْبَلْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِذْ كُنَّا بِذَاتِ الرِّقَاعِ قَالَ: كُنَّا إِذَا أَتَيْنَا عَلَى شَجَرَةٍ ظَلِيلَةٍ تَرَكْنَاهَا لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: فَجَاءَ رَجُلٌ مِنَ المشكرين وَسَيْفُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُعَلَّقٌ بِشَجَرَةٍ فَأَخَذَ سَيْفَ نَبِيِّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاخْتَرَطَهُ فَقَالَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَتَخَافُنِي؟ قَالَ: «لَا» . قَالَ: فَمَنْ يَمْنَعُكَ مِنِّي؟ قَالَ: «اللَّهُ يَمْنَعُنِي مِنْك» . قَالَ: فَتَهَدَّدَهُ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَغَمَدَ السَّيْفَ وَعَلَّقَهُ قَالَ: فَنُودِيَ بِالصَّلَاةِ فَصَلَّى بِطَائِفَةٍ رَكْعَتَيْنِ ثُمَّ تَأَخَّرُوا وَصَلَّى بِالطَّائِفَةِ الْأُخْرَى رَكْعَتَيْنِ قَالَ: فَكَانَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعُ رَكَعَاتٍ وَلِلْقَوْمِ رَكْعَتَانِ

হাদীসের ব্যাখ্যা:

সফরে হুযূর (ﷺ) কখনও চারি রাকআত পড়েন নাই বলিয়াই সাব্যস্ত হইয়াছে। অতএব, এখানে চারি রাকআত পড়াকে 'সালাতুল খওফ'-এর বৈশিষ্ট্যই বলা হইবে। যাহাতে প্রত্যেক দলই তাঁহার সহিত পূর্ণ নামায পড়িতে পারে, সে জন্য এ সময় এ ব্যবস্থা করা হইয়াছিল। ইহা সালাতুল খওফের তৃতীয় পদ্ধতি ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৪২২ | মুসলিম বাংলা