মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪২১
৪৬. প্রথম অনুচ্ছেদ - ভয়কালীন সালাত
১৪২১। তাবেয়ী ইয়াযীদ ইবনে রূমান তাবেয়ী সালেহ ইবনে খাওয়্যাত হইতে এবং তিনি এমন এক ব্যক্তি হইতে বর্ণনা করেন, যিনি 'যাতুর রেকা' যুদ্ধে রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত 'সালাতুল খওফ' পড়িয়াছিলেন। তিনি বলেন, একদল হুযুরের সহিত (নামাযের) ছফ বাধিয়া ছিল এবং অপর দল শত্রুদের সম্মুখীন ছিল। হুযূর (ছাঃ) তাহার সহিত যাহারা দাড়াইয়াছিল তাহাদের লইয়া এক রাকআত পড়িলেন, অতঃপর দাঁড়াইয়া রহিলেন। আর ইহারা তাহাদের নিজেদের নামায পূর্ণ করিল এবং ফিরিয়া যাইয়া শত্রুর সম্মুখে কাতারবন্দী হইল। অতঃপর দ্বিতীয় দল আসিল এবং হুযূর (ছাঃ) তাহাদের লইয়া নিজের নামাযের যে রাকআত বাকী ছিল তাহা পড়িলেন। অতঃপর বসিয়া রহিলেন আর এই দল তাহাদের বাকী রাকআত পূর্ণ করিল। অতঃপর হুযুর ইহাদের লইয়া সালাম ফিরিলেন। ---মোত্তা

কিন্তু বোখারী হাদীসটি অন্য সূত্রে কাসেম ইবনে মুহাম্মাদ হইতে, তিনি সালেহ্ ইবনে খাওয়্যাত হইতে, তিনি সাহল ইবনে আবু হাসনা হইতে এবং তিনি নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করিয়াছেন।
بَابُ صَلَاةِ الْخَوْفِ
وَعَنْ يَزِيدَ بْنِ رُومَانَ عَنْ صَالِحِ بْنِ خَوَّاتٍ عَمَّنْ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ ذَاتِ الرِّقَاعِ صَلَاةَ الْخَوْفِ: أَنَّ طَائِفَةً صَفَّتْ مَعَهُ وَطَائِفَةً وِجَاهَ الْعَدُوِّ فَصَلَّى بِالَّتِي مَعَهُ رَكْعَةً ثُمَّ ثَبَتَ قَائِمًا وَأَتَمُّوا لِأَنْفُسِهِمْ ثُمَّ انْصَرَفُوا فَصَفُّوا وِجَاهَ الْعَدُوِّ وَجَاءَتِ الطَّائِفَةُ الْأُخْرَى فَصَلَّى بِهِمُ الرَّكْعَةَ الَّتِي بَقِيَتْ مِنْ صَلَاتِهِ ثُمَّ ثَبَتَ جَالِسًا وَأَتمُّوا لأَنْفُسِهِمْ ثمَّ سلم بهم

وَأَخْرَجَ الْبُخَارِيُّ بِطَرِيقٍ آخَرَ عَنِ الْقَاسِمِ عَنْ صَالِحِ بْنِ خَوَّاتٍ عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

হাদীসের ব্যাখ্যা:

ইহা সালাতুল খওফের দ্বিতীয় পদ্ধতি, ইহাতেও প্রত্যেক দল হুযুরের সহিত এক রাকআত পড়িয়াছিল বলিয়াই উল্লেখ রহিয়াছে। তবে ইহাতে তিনি দ্বিতীয় দলের সহিত সালাম ফিরাইয়াছিলেন বলিয়া উল্লেখ আছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৪২১ | মুসলিম বাংলা