মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪২৩
৪৬. প্রথম অনুচ্ছেদ - ভয়কালীন সালাত
১৪২৩। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের লইয়া 'সালাতুল খাওফ পড়িলেন। আমরা তাহার পিছনে দুইটি ছফ করিলাম। শত্রুরা তখন আমাদের এবং কেবলার মধ্যস্থলে ছিল (অর্থাৎ, কেবলার দিকে ছিল)। সুতরাং নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তকবীরে তাহরীমা বলিলেন এবং আমরাও সকলে তকবীর বলিলাম । অতঃপর হুযূর (ﷺ) রুকূ করিলেন এবং আমরাও সকলে (অর্থাৎ, উভয় ছফ) রুকু করিলাম। তৎপর রুকু হইতে তিনি তাহার শির উঠাইলেন এবং আমরাও সকলে উঠাইলাম, অতঃপর তিনি এবং যে ছফ তাহার নিকটে ছিল সজদায় গেলেন আর পিছনের ছফ শত্রুর মোকাবেলায় দাড়াইয়া রহিল। যখন নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজদা সম্পন্ন করিলেন এবং তাহার নিকটের ছফ (সজদা হইতে উঠিয়া দাড়াইল, পিছনের ছফ সজদায় নত হইল, অতঃপর তাহারা উঠিয়া দাড়াইল। তৎপর পিছনের ছয় সম্মুখে আসিল এবং সম্মুখের ছফ পিছনে সরিয়া গেল। অতঃপর নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করিলেন এবং আমরাও সকলে (অর্থাৎ, উভয় হাফ) রুকু করিলাম। অতঃপর তিনি রুকু হইতে শির উঠাইলেন এবং আমরাও সকলে উঠাইলাম। অতঃপর তিনি এবং তাহার নিকটে যে ছাফ ছিল অর্থাৎ, প্রথম রাকআতে যাহারা পিছনে ছিল সম্প্রদায় নত হইলেন আর পরবর্তী ছয় শত্রুর মোকাবেলায় দাড়াইয়া রহিল। যখন নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যে ছফ তাহার নিকটে ছিল সজদা সম্পন্ন করিলেন, পরবর্তী ছফ সম্প্রদায় নত হইল এবং সজদা করিল, অতঃপর নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরাইলেন এবং আমরাও সকলে সালাম ফিরাইলাম। —মুসলিম
بَابُ صَلَاةِ الْخَوْفِ
وَعَن جَابر قَالَ: صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْخَوْفِ فَصَفَفْنَا خَلْفَهُ صَفَّيْنِ وَالْعَدُوُّ بَيْنَنَا وَبَيْنَ الْقِبْلَةِ فَكَبَّرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَبَّرْنَا جَمِيعًا ثُمَّ رَكَعَ وَرَكَعْنَا جَمِيعًا ثمَّ رفع رَأسه من الرُّكُوع ورفعنا جَمِيعًا ثُمَّ انْحَدَرَ بِالسُّجُودِ وَالصَّفُّ الَّذِي يَلِيهِ وَقَامَ الصَّفُّ الْمُؤَخَّرُ فِي نَحْرِ الْعَدُوِّ فَلَمَّا قَضَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ السُّجُودَ وَقَامَ الصَّفُّ الَّذِي يَلِيهِ انْحَدَرَ الصَّفُّ الْمُؤَخَّرُ بِالسُّجُودِ ثُمَّ قَامُوا ثُمَّ تَقَدَّمَ الصَّفُّ الْمُؤَخَّرُ وَتَأَخَّرَ الْمُقَدَّمُ ثُمَّ رَكَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَكَعْنَا جَمِيعًا ثُمَّ رَفَعَ رَأْسَهُ من الرُّكُوع ورفعنا جَمِيعًا ثمَّ انحدر بِالسُّجُود وَالصَّفُّ الَّذِي يَلِيهِ الَّذِي كَانَ مُؤَخَّرًا فِي الرَّكْعَةِ الْأُولَى وَقَامَ الصَّفُّ الْمُؤَخَّرُ فِي نَحْرِ الْعَدو فَلَمَّا قَضَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ السُّجُودَ وَالصَّفُّ الَّذِي يَلِيهِ انْحَدَرَ الصَّفُّ الْمُؤَخَّرُ بِالسُّجُودِ فَسَجَدُوا ثُمَّ سَلَّمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَسَلَّمْنَا جَمِيعًا. رَوَاهُ مُسْلِمٌ

হাদীসের ব্যাখ্যা:

ইহা 'সালাতুল খওফ'-এর চতুর্থ পদ্ধতি। ইহাতে শত্রুরা কেবলার দিকে ছিল বিধায় মুসলমানদের সকলেই এক সঙ্গে নামাযে দাঁড়াইতে সুযোগ পাইয়াছিলেন। অবশ্য নামাযের মধ্যেও তাঁহারা অস্ত্রে-শস্ত্রে সজ্জিত এবং খুব সতর্ক ছিলেন। সজদা অবস্থায় শত্রুরা হঠাৎ আক্রমণ করিতে পারে বলিয়াই সজদাকালে এক ছফ প্রহরায় দাঁড়াইয়া থাকিতেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৪২৩ | মুসলিম বাংলা