মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪১৮
৪৫. তৃতীয় অনুচ্ছেদ - খুতবাহ্ ও সালাত
১৪১৮। হযরত জাবের (রাঃ) বলেন, একবার জুমুআর দিনে রাসূলুল্লাহ্ (ﷺ) যখন মিম্বরে উপবিষ্ট হইলেন, বলিলেনঃ তোমরা বস! হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) ইহা শুনিলেন এবং তৎক্ষণাৎ মসজিদের দরজায় বসিয়া পড়িলেন। রাসূলুল্লাহ্ (ﷺ) ইহা দেখিলেন এবং বলিলেন, হে আব্দুল্লাহ্ ইবনে মাসউদ! আগাইয়া আস। –আবু দাউদ
وَعَنْ جَابِرٍ قَالَ: لَمَّا اسْتَوَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْجُمُعَةِ عَلَى الْمِنْبَرِ قَالَ: «اجْلِسُوا» فَسَمِعَ ذَلِكَ ابْنُ مَسْعُودٍ فَجَلَسَ عَلَى بَابِ الْمَسْجِدِ فَرَآهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «تَعَالَ يَا عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ» رَوَاهُ أَبُو دَاوُدَ

হাদীসের ব্যাখ্যা:

ইহা হইতে বুঝা গেল যে, সাহাবাগণ হুযুরের নির্দেশ কিভাবেই না পালন করিতেন!
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৪১৮ | মুসলিম বাংলা