মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৪১৭
৪৫. তৃতীয় অনুচ্ছেদ - খুতবাহ্ ও সালাত
১৪১৭। সাহাবী হযরত ওমারা ইবনে রুওয়াইবা (রাঃ) একদিন বেশর ইবনে মারওয়ানকে মিম্বরের উপরে দুই হাত উঠাইয়া (অর্থাৎ, নাড়িয়া) খোতবা দান করিতে দেখিয়া বলিলেন, 'আল্লাহ্ এই দুই হাতকে শ্রীহীন করুন।' আমি নিশ্চিতরূপে রাসূলুল্লাহ্ (ﷺ)-কে দেখিয়াছি, তিনি আপন হাত দ্বারা ইহার অধিক কিছু করিতেন না—এই বলিয়া ওমারা আপন তর্জনী অঙ্গুলী দ্বারা ইঙ্গিত করিলেন। —মুসলিম
وَعَن عمَارَة بن رويبة: أَنَّهُ رَأَى بِشْرَ بْنَ مَرْوَانَ عَلَى الْمِنْبَرِ رَافِعًا يَدَيْهِ فَقَالَ: قَبَّحَ اللَّهُ هَاتَيْنِ الْيَدَيْنِ لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا يَزِيدُ عَلَى أَنْ يَقُولَ بِيَدِهِ هَكَذَا وَأَشَارَ بِأُصْبُعِهِ المسبحة. رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, হুযূর (ﷺ) আবশ্যক হইলে শুধু তর্জনী দ্বারাই ইঙ্গিত করিতেন, হাত নাড়িতেন না।
