মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪১৬
৪৫. তৃতীয় অনুচ্ছেদ - খুতবাহ্ ও সালাত
১৪১৬। হযরত কা'ব ইবনে উজরা সাহাবী একদিন মসজিদে উপস্থিত হইলেন; আর তখন (শাসনকর্তা) আব্দুর রহমান ইবনে উন্মুল হাকাম বসিয়া খোতবা দিতেছিলেন। ইহা দেখিয়া হযরত কা'ব (রাঃ) বলিলেন, দেখ এই খবীসকে (কলুষিত অন্তরকে), বসিয়া খোতবা দিতেছে, অথচ আল্লাহ্ তা'আলা বলেন, “যখন তাহারা বাণিজ্য কাফেলা অথবা খেলাধুলা দেখে সেই দিকে ধাবিত হয় এবং আপনাকে দাড়ান অবস্থায় ত্যাগ করে।” –মুসলিম
وَعَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ: أَنَّهُ دَخَلَ الْمَسْجِدَ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ أُمِّ الْحَكَمِ يَخْطُبُ قَاعِدًا فَقَالَ: انْظُرُوا إِلَى هَذَا الْخَبِيثِ يَخْطُبُ قَاعِدًا وَقد قَالَ الله تَعَالَى: (وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انْفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوك قَائِما)

رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

জুমুআ ফরয হওয়ার প্রথম যুগে এক ভয়ানক দুর্ভিক্ষের সময় হুযূর (ﷺ) জুমুআর খোতবা দান করিতেছেন, এমন সময় সিরিয়ার বাণিজ্য কাফেলা মদীনায় উপস্থিত হইল। কাফেলার কথা শুনিয়া খোতবা শ্রবণে রত অনেকেই সেদিকে দৌড়াইয়া গেল। তখন আল্লাহ্ এই আয়াত নাযিল করিয়া তাহাদিগকে এইরূপ কার্য হইতে সতর্ক করিয়া দেন। আয়াতে হুযুরের দাঁড়ান অবস্থার কথাই রহিয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৪১৬ | মুসলিম বাংলা