মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৪১৫
৪৫. তৃতীয় অনুচ্ছেদ - খুতবাহ্ ও সালাত
১৪১৫। হযরত জাবের ইবনে সামুরা (রাঃ) বলেন, নবী করীম (ﷺ) দাঁড়াইয়া খোতবা দান করিতেন, অতঃপর বসিতেন, তৎপর পুনঃ দাঁড়াইতেন এবং দাঁড়াইয়া দ্বিতীয় খোতবা দান করিতেন। সুতরাং যে ব্যক্তি তোমাকে বলে যে, তিনি বসিয়া খোতবা দান করিতেন সে নিশ্চয় মিথ্যুক। খোদার কসম, আমি তাঁহার সহিত দুই হাজারেরও অধিক (অর্থাৎ, বহু) নামায পড়িয়াছি। (কখনও তাঁহাকে বসিয়া খোতবা দান করিতে দেখি নাই।) — মুসলিম
عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ قَائِمًا ثُمَّ يَجْلِسُ ثُمَّ يَقُومُ فَيَخْطُبُ قَائِمًا فَمَنْ نَبَّأَكَ أَنَّهُ كَانَ يَخْطُبُ جَالِسًا فَقَدْ كَذَبَ فَقَدَ وَالله صليت مَعَه أَكثر من ألفي صَلَاة. رَوَاهُ مُسلم
